নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় বিয়াস পশুহাটে বাংলাদেশ সেনাবাহিনীর হস্তক্ষেপে অতিরিক্ত ইজারা বন্ধ ও জনগণের কাছ থেকে অতিরিক্ত আদায়কৃত ইজারা ফেরত দেওয়ার নির্দেশ প্রদান করা হয়।
বুধবার (৪ জুন) বিকেলে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বিয়াস পশু হাটে এঘটনা ঘটে।
জানা যায়, পশু ক্রয়কারীদের কাছ হতে নির্ধারিত ইজারা না নিয়ে অতিরিক্ত ইজারা আদায় করছিল হাট ইজারা কমিটি।
অতিরিক্ত ইজারা আদায়ের অভিযোগের পেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল দল গোপন সংবাদের ভিক্তিতে বুধবার বিকেলে পশুহাট পরিদর্শন করেন ও অতিরিক্ত ইজারা আদায়ের অভিযোগের সত্যতা পাওয়ার পরে সেনাবাহিনীর উপস্থিতিতে ২০০-৩০০ জন ক্রেতাকে জনগণের অতিরিক্ত ইজারা ফেরত দেওয়া হয়। হাট ইজারা কমিটিকে পরবর্তীতে অতিরিক্ত ইজারা আদায় না করার নির্দেশ ও জনগণ কে অতিরিক্ত ইজারা না দেওয়ার জন্য সতর্ক করেছেন বাংলাদেশ সেনাবাহিনী।
সেনাবাহিনী যে ভূমিকায় কাজ করেছে তাতে জনগণ সন্তুষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন জনগণ।
বাংলাদেশ সেনাবাহিনী কে তথ্য দিন- চাঁদাবাজ, মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত