জামালপুর জেলা প্রতিনিধিঃ
জামালপুরের মেলান্দহে মাথা ও দুই হাতের কবজি বিহীন অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে মেলান্দহ থানা পুলিশ। বুধবার বিকালে মেলান্দহ-জামালপুর মহাসড়কের মামা-ভাগ্নে এলাকার বেলী ব্রিজের নিচ থেকে বস্তাবন্দি এ মরদেহ উদ্ধার করা হয়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান, উপজেলার মামা-ভাগ্নে এলাকায় ব্রিজের নিচে পানিতে একটি বস্তাবন্দী মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে অজ্ঞাতনামা নারীর মরদেহটি উদ্ধার করে। মরদেহটি ৩০-৪০ বছর বয়সী কোন নারীর বলে প্রাথমিকভাবে অনুমান করা হয়েছে। তবে মরদেহটির মাথা ও হাতের দুই কবজি বিচ্ছিন্ন ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
তিনি আরও বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে এবং বিচ্ছিন্ন মাথা ও কবজি উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস জামালপুর এর সহায়তা চাওয়া হয়েছে।
এছাড়াও অজ্ঞাতনামা ওই মৃত নারীর পরিচয় শনাক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত