জামালপুর প্রতিনিধিঃ
চাঁদাবাজি ও দোকান দখলের অভিযোগে জামালপুরের মাদারগঞ্জ পৌর যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিনসহ তিন যুবদল নেতাকে আটক করেছে যৌথ বাহিনী।
( ৩জুন) দুপুরে মাদারগঞ্জ পৌর এলাকার জোনাইল বাজার থেকে তাদের আটক করা হয়।
আটক অন্য দুজন হলেন: উপজেলা যুবদলের সদস্য মো. শফিকুল ইসলাম (৪৭) এবং যুবদল কর্মী সোহাগ মিয়া (২৯)।জাহাঙ্গীর আলম, হেলাল উদ্দিন জোনাইল এলাকার আব্দুস ছালাম ফকিরের ছেলে, মো. শফিকুল ইসলাম পৌর এলাকার মুসলিমাবাদ এলাকার মৃত হায়দার আলী মণ্ডলের ছেলে এবং সোহাগ মিয়া জোনাইল এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।
স্থানীয়রা জানান, মাদারগঞ্জ পৌর এলাকার জোনাইল বাজারে সরকারি দোকান বন্দোবস্ত নিয়ে নাজমুল হাসান নামে এক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মনোহারি ব্যবসা করে আসছিলেন। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর যুবদল নেতা হেলাল উদ্দিন, মো. শফিকুল ইসলাম ও সোহাগ মিয়া তার দোকানটি দখলের হুমকি দিয়ে আসছিলেন। নাজমুল হাসান ছাড়তে না চাইলে তারা জোরপূর্বক দোকানটি দখল করে নেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত