নরসিংদীর সদর প্রতিনিধিঃ
আমরা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম, নরসিংদী জেলা শাখা এবং এর আওতাধীন সকল উপজেলা শাখার পক্ষ থেকে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দার সাথে জানাচ্ছি যে, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম রায়পুরা শাখার সমন্বয়ক এবং নরসিংদী জেলা শাখার সম্মানিত যুগ্ম সম্পাদক, দৈনিক মানব কণ্ঠের সাংবাদিক সালেক আহমেদ পলাশ-কে একটি মিথ্যা ও ভিত্তিহীন মামলায় জড়িয়ে হয়রানি করা হয়েছে।
আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। একজন পেশাদার সাংবাদিক হিসেবে সালেক আহমেদ পলাশ সব সময় সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করে আসছেন। তাঁর বিরুদ্ধে এই ধরনের ষড়যন্ত্রমূলক মামলার মাধ্যমে সাংবাদিকতা ও মত প্রকাশের স্বাধীনতার উপর আঘাত হানা হয়েছে।
এছাড়াও, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি যে, সাংবাদিক পলাশের পরিবারের উপর হামলা চালানো হয়েছে। আমরা এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাই এবং হামলাকারী ফিরোজ গংদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
আমরা মনে করি, এই ধরনের ঘটনা সাংবাদিক সমাজকে ভয়ভীতি প্রদর্শনের অপচেষ্টা মাত্র। কিন্তু আমরা হুশিয়ার করে দিতে চাই, সাংবাদিকরা কোনো অন্যায়ের কাছে মাথা নত করে না। সত্য ও ন্যায়ের পক্ষে আমাদের সংগ্রাম চলবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত