কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
কুষ্টিয়ার কুমারখালি উপজেলার নন্দলালপুর ইউনিয়নের সোন্দাহ্ গ্রামে ৭০০ মিটার একটি সড়ক নির্মাণের কাজে অতি নিম্নমানের খোয়া ব্যবহার ও ধীর গতির অভিযোগ তুলেছে স্থানীয়রা।
সরজমিন গিয়ে দেখা যায়, প্রায় ২০জন নির্মাণ শ্রমিকরা কাজ করেছে। সেখানে ইট ভেঙ্গে খোয়া দেওয়া হচ্ছে। ইটগুলা একবারেই নিন্মমানের।
রাস্তার কাজে ১নং ইট ব্যবহারের কথা থাকলেও এখানে ব্যবহার করা হয়ে তিন নাম্বার নিন্মমানের ইট।
সরেজমিনে গেলে জানতে চাইলে প্রতিবেদকের কাছে শ্রমিকরা বলছেন আপনারা ঠিকাদারের সাথে কথা বলুন। সেসময় জানতে চাইলে তারা বলেন ১নাম্বার ২ নাম্বার ৩ নাম্বার সব ইটই আছে এখানে। আমরা কাজ করি আমরা এসব কিছু জানিনা।
স্থানীয় মানুষের কাছে জানতে চাইলে তারা বলেন, এই ইটের খোয়া দিয়ে কাজ করলে নাকি রাস্তা ভালো থাকে এমন টাই জানিয়েছে রাস্তার কাজ করছে ঠিকাদারের লোকজন । এ ঘটনায় জেলা প্রকৌশল বিভাগের কর্মকর্তারা সড়কটি পরিদর্শনে গেলে ঠিকাদার সড়কের কাজ বন্ধ করে দেয়। এতে ক্ষুব্ধ এলাকাবাসী।
তবে কর্মকর্তারা বলছেন, খোয়া পরীক্ষা করে পরবর্তী ব্যবস্থা নেয়ায় হবে।
সোন্দাহ্ গ্রামের ভিজার দোকান থেকে সোন্দাহ্ গোরস্থান পর্যন্ত ও বড় সদ্দার পাড়া পর্যন্ত পিচ ঢালাই করে সড়ক নির্মাণের কাজ শুরু করে জাকারিয়া আহম্মেদ এর একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এখন পর্যন্ত প্রায় ৬০ শতাংশ সড়কের কাজ শেষ হয়েছে। এ কাজ করতে গিয়ে দুইবার নিম্নমানের খোয়া ফেলার কারনে কাজ বন্ধ করে দিয়েছে এলাকাবাসী।
রেজা নামের একজন এলাকাবাসী বলেন, ঠিকাদার নিম্নমানের ইট এনে কাজ করছে। আমরা ইট ফেলতে দেয়নি। আমাদের রাস্তার কাজ আমরাই বুঝে নেব। এখানে কোনো দুই নাম্বার কাজ করতে দিব না।’
এদিকে সড়ক নির্মাণ কাজও ধীর গতিতে চলছে বলে অভিযোগ স্থানীয়দের। কাজের মান ঠিক রেখে দ্রুত সড়কটির নির্মাণ করার দাবি তাদের।
আজ্জল সেখ নামে এক বাসিন্দা বলেন, ‘রাস্তার কাজ করছে ধীরগতিতে। মৃত মানুষের লাশ নিয়ে গোরস্থানে যেতে কষ্টের শেষ নেই। সামান্য বৃষ্টি হলেই হাঁটু পানিতে যেতে হয়। অনেকেই আহত হচ্ছে। আমরা বর্ষাকালের আগেই রাস্তার কাজ শেষ করার দাবি করছি।
তবে কাজ সাময়িক বন্ধ থাকলেও বর্তমানে কাজ শুনু করেছে। যদি এভাবেই নিন্মমানের ইট দিয়ে কাজ হয় তাহলে দ্রুতই রাস্তাটি নষ্ট হয়ে জাবে বলে মনে করছেন সচেতন মহল।
এ বিষয়ে মুটো ফোনে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্নধর জাকারিয়া হোসেনের সঙ্গে যোগাযোগ করলে, তিনি বড় একটি রাজনৈতিক দলের জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক পরিচয় দেন। বক্তব্য চাইলে তিনি কুষ্টিয়াতে দেখা করার জন্য অনুরোধ জানান।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত