ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি:
শরীয়তপুরের ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের ঠেঙ্গারবাড়ি গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে আলামিন (৩৫) জীবিকার তাগিদে দেড় বছর আগে সৌদি আরব যান। পরিবারের আর্থিক অবস্থার উন্নতির আশায় এনজিও থেকে ৫ লাখ টাকা ঋণ নিয়ে তার বাবা তাকে বিদেশ পাঠান।
পাশের কোদালপুর ইউনিয়নের নাসির বেপারীর ছেলে দালাল সবুজ বেপারী ড্রাইভিং ভিসার আশ্বাস দিয়ে আলামিনকে ৩ মাসের ভিসায় সৌদি পাঠান। কিন্তু সেখানে গিয়ে তিনি দীর্ঘ সময় কোনো কাজ না পেয়ে মানবেতর জীবনযাপন করেন।
আলামিনের পরিবার বারবার দালালের সঙ্গে যোগাযোগ করে তাকে বৈধভাবে আকামা করানোর জন্য। সবুজের শ্বশুর চুন্নু চোকদারের মাধ্যমে আরও ৮৫ হাজার টাকা নেয়া হয়, যা দিতে গিয়ে পরিবার বসতঘর ও গবাদি পশু বিক্রি করে দেয়। কিন্তু তারপরও আকামা হয়নি, বরং শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন।
একপর্যায়ে অসুস্থ হয়ে পড়েন আলামিন। দালাল সবুজ জানায় তিনি আইসিইউতে আছেন, চিকিৎসার খরচ বাবদ পরিবারের শেষ সম্বল ২৬ শতক জমি ৭ লাখ টাকায় বিক্রি করে বিল পরিশোধ করা হয়।
দেশে ফিরে আলামিনের শরীরে দেখা যায় কাটা ছেঁড়ার দাগ ও পায়ে ক্ষতের চিহ্ন। পরিবার অভিযোগ করেছে, তাদের হুমকি-ধামকি দিয়ে আইনি পদক্ষেপ থেকে বিরত রাখা হচ্ছে।
ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে সঠিক তদন্ত ও দালাল চক্রের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত