বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বঙ্গোপসাগরে সৃষ্ট নিন্মচাপের প্রভাবে মোংলা উপকূলীয় এলাকায় বৃহস্পতিবার (২৯ মে) ভোররাত থেকে ভারী বৃষ্টি পাত হচ্ছে। একই সাথে নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। তলিয়ে গেছে সুন্দরবনের নিচু এলাকাগুলো।
মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ হারুনুর রশিদ জানিয়েছেন, বঙ্গোপসাগরে সৃষ্ট নিন্মচাপের প্রভাবে মোংলা উপকূলীয় এলাকায় ৩ নম্বর স্থানীয় সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। নিন্মচাপটি বৃহস্পতিবার দুপুর পর্যন্ত মোংলা সমুদ্র বন্দর থেকে ১৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে। এর ফলে বুধবার বিকাল থেকে এ এলাকার বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তিনি জানান, বুধবার বিকাল ৩ টা থেকে বৃহস্পতিবার বিকাল ৩ টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৪৭.৩ মিলি মিটার বৃষ্টি পাত বয়ে গেছে মোংলা উপকূলে। বৃদ্ধি পেয়েছে নদীর পানিও।
পূর্ব সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলার আজাদ কবির জানান, সুন্দরবন সংলগ্ন নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আড়াই থেকে তিন ফুট নদীর জোয়ারের পানিতে তলিয়েগেছে সুন্দরবন। তবে এই বন কর্মকর্তা দাবি করেন, যেহেতু বনে পানি প্রবেশ করলে বন্যপ্রাণী উঁচু স্থানে আশ্রয় নেয় সেহেতু বন্য প্রাণীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এদিকে টানা বৃষ্টি পাতের কারণে ব্যাহত হচ্ছে মোংলা বন্দরে অবস্থানরত বাণিজ্যিক জাহাজের পণ্য উঠানামার কাজ।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত