বিশেষ প্রতিনিধিঃ
"শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সার্বজনীন" এ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ মে) বেলা ১১টায় কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মাহাবুব আলমের সভাপতিত্বে রেলির শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ টি এম শাহ্ আলম, সেনহাটী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ফরহাদ হোসেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মাহমুদা সুলতানা, ফাতেমা মোরিয়াল মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক মোল্লা সাজাদুল ইসলাম, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, নার্সিং সুপারভাইজার শিখা আলম, নুসরাত শবনম, শিক্ষার্থী নাসরিন নাহার শিউলি, সুষমা রানী, জাহিদা আক্তার , ফারহানা সহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের সর্বস্তরের মানুষকে পুষ্টি সম্পর্কে সচেতন করা প্রয়োজন । কোন শিশুই যেন অপুষ্টির শিকার না হয় সেদিকে সবাইকে নজর রাখতে হবে। গর্ভবতী ও প্রসূতি মায়ের পুষ্টিকর খাবারের প্রতি গুরুত্ব আরোপ করতে হবে। গর্ভবতী মা দের পুষ্টিকর খাবার সরবরাহের মাধ্যমে অনাগত সন্তানের পুষ্টির চাহিদা পূরণে প্রতিটি পরিবার থেকে দায়িত্ব পালন করতে হবে। যার যার অবস্থান থেকে পুষ্টির জ্ঞান সম্পর্কে সমাজের বিভিন্ন পর্যায়ে প্রচার করতে হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত