দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
এনসিপি ' র উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, আগামীর জাতীয়, স্থানীয় সহ সকল নির্বাচনে সৎ,যোগ্য,কর্মঠ, পরিশ্রমী, জনগণের কল্যাণকামি প্রার্থীকে বাছাই করে নিতে হবে। দলীয় সংকীর্ণ দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হয়ে মহান আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রত্যেকের মাঝে দেয়া পবিত্র আমানত বিবেককে কাজে লাগিয়ে এ রায় প্রদান করতে হবে।এ ক্ষেত্রে যদি আমরা ব্যর্থ হই, তাহলে পাঁচ আগস্ট দু'হাজার চব্বিশের এ বিপ্লব ব্যর্থ হবে।
শত সহস্র মানুষের আত্মদান,লক্ষ লক্ষ মানুষের পঙ্গুত্ববরণ, ত্যাগ, কুরবানী এবং শহীদদের আত্মাগুলো আমাদেরকে অভিশাপ দিবে। যুগ যুগ ধরে চলে আসা বাপ-দাদাদের অনুকরণে যদি আমরা সংকীর্ণ দলীয় দাসত্বের গোলামী থেকে মুক্ত হয়ে সৎ,যোগ্য দেশপ্রেমিক জনকল্যাণকামী লোকদের নেতৃত্বে বাছাই করতে ভুল করি,তাহলে আগামীর প্রজন্ম ও আমাদেরকে ক্ষমা যেমন করবে না,ঠিক একইভাবে পরাজিত ফ্যাসিস্ট পলাতক খুনি হাসিনার প্রত্যাবর্তনের পথ সুগম হবে। এজন্য অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে, আমরা যেন খুনি হাসিনার দোসর, দখলবাজ,চাঁদাবাজ,বালু মহলে কর্তৃত্ব কারী জনগণের জান-মাল ও দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের শত্রু পার্শ্ববর্তী আগ্রাসনবাদী প্রতিবেশী রাষ্ট্রের তল্পিবাহকেরা যেন আমাদের নেতৃত্বে না আসে।
আজ মঙ্গলবার দিনব্যাপী বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুর জেলা সফর উপলক্ষে আয়োজিত বিভিন্ন উপজেলায় গণসংযোগ ও পথসভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
দিনের শুরুতে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায় গণসংযোগ ও পথসভা শেষ করে হাকিমপুরে গণসংযোগ ও পথসভা সম্পন্ন করেন। অতঃপর বিরামপুর উপজেলা সদরে গণসংযোগ এবং ঢাকা মোড়ে পথসভা শেষ করে সন্ধ্যা ছয়টার দিকে নবাবগঞ্জ উপজেলায় এসে পৌঁছান।
এখানে সংক্ষিপ্ত গণসংযোগ ও উপজেলা চৌরাস্তার সামান্য উত্তরে মুক্তমঞ্চ একাত্তর চত্বরে এসে পথসভায় মিলিত হন।
পাঁচ আগস্ট দু'হাজার চব্বিশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম পুরোধা, বর্তমান এনসিপি ' র উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমকে এক নজর দেখার জন্য এবং স্বভাবসুলভ তাঁর সাবলীল, প্রাঞ্জল বক্তব্য শুনার জন্য শত শত উৎসুক আপামর জনসাধারণ, মিডিয়া কর্মী, সমাজের বিভিন্ন পেশাও স্তরের মানুষ ভীড় জমান।।
এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপি'র যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, ড. আতিক মুজাহিদ,আলী নাসের খান, যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ ইমন, আবু সাইদ লিয়ন, আল মেহরাজ শাহরিয়ার মিথুন, গোলাম মোস্তফা, নবাবগঞ্জ উপজেলার এনসিপি'র সংগঠক আল আলিমুর রাজি রাজিব প্রমুখ।
এনসিপি'র উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম মাগরিবের নামাজ আদায় করে নবাবগঞ্জ ত্যাগ করে ফুলবাড়ী ঢাকা মোড়ের পথসভা ও গণসংযোগ শেষ করে দিনাজপুর শহরের উদ্দেশ্যে রাওয়ানা হন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত