বোয়ালমারী (ফরিদপুর)প্রতিনিধিঃ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের দুর্গাপুর এলাকায় যৌথবাহিনীর অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন ইমরুল ফকির ও সুজাত ফকির। তারা দুজনই মতলেব ফকিরের পুত্র।
২৬ মে (সোমবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। বোয়ালমারী সেনা ক্যাম্প ও বোয়ালমারী থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে গভীর রাতে ওই দুই সহোদরের বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি শেখর ইউনিয়নের দুর্গাপুর এলাকায় একটি চক্র মাদকের বড় চালান মজুত করেছে। তাৎক্ষণিকভাবে যৌথবাহিনী নিয়ে অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজাসহ দুই সহোদরকে আটক করি। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত। ঈদকে সামনে রেখে তারা বড় পরিসরে ব্যবসা শুরু করার পরিকল্পনা করেছিল।
তিনি আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে মাদকের বিরুদ্ধে যৌথ বাহিনীর এ ধরনের অভিযান চলমান থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত