৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা 

প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, মে ২৫, ২০২৫

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

আগামী ৩০ শে মে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ মৌ মৃত্যু বার্ষিকী উপলক্ষে ফরিদপুর জেলা বিএনপির পার্টি অফিসে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। উক্ত প্রস্তুতি সভায় ফরিদপুর জেলা কৃষকদলের ভারপ্রাপ্ত আহবায়ক ভিপি শহিদুর রহমান শহীদ ভাইয়ের সভাপতিত্বে ও জেলা কৃষকদলের সদস্য সচিব মুরাদ হোসেন মুরাদ এর সঞ্চালনায় প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলার সকল উপজেলার কৃষকদলের সভাপতি ও সম্পাদক বৃন্দ। উক্ত আলোচনা আগামী ৩০শে মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী কিভাবে পালন করা যায় সে বিষয়ে সকল নেতৃবৃন্দ আলোচনা করেন। আগামী ৩০ শে মে থেকে শুরু হয়ে শহীদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মিলাদ মাহফিল বৃক্ষ রোপন অব্যাহত থাকবে এবং।পরিশেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান ও আমাদের সহযোদ্ধা মধুখালী কৃষক দলের সংগ্রামী সেক্রেটারি শিমুল ভাইয়ের আব্বা নির্মম হত্যা হয়েছেন ও যশোর কৃষকদলের সভাপতি নির্মমভাবে হত্যা হয়েছেন এর প্রতিবাদে এক মিনিট নীরবতা পালন করা হয় ও তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।