জামালপুর প্রতিনিধিঃ জামালপুর জেলা বিএনপির সভাপতি ও দলের অভিভাবক ফরিদুল কবির তালুকদার শামীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) জামালপুর জেলা শাখার নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সহ-সম্পাদক ও জেডসিএফ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং জামালপুর জেলা শাখার আহ্বায়ক এম শুভ পাঠান। আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, জেডসিএফ কেন্দ্রীয় কমিটির সদস্য এবং জামালপুর জেলা শাখার সদস্য সচিব মোঃ রিপন হোসেন হৃদয়সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম এবং জেডসিএফ-এর ভবিষ্যৎ রূপরেখা নিয়ে আলোচনা হয়। নেতৃবৃন্দ জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের দিকনির্দেশনা গ্রহণ করেন এবং জাতীয়তাবাদী আদর্শে অবিচল থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সভায় নেতারা জেডসিএফ-এর কার্যক্রমে জেলা বিএনপির সহযোগিতা কামনা করেন এবং ভবিষ্যতে আরও সংগঠিত ও সক্রিয় ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত