স্টাফ রিপোর্টার (ক্রাইম), শেরপুর:
শেরপুরে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে ১৬ জন পুরুষ ও ৩ জন নারীসহ মোট ১৯ জনকে নিয়োগ দেওয়া হয়।
বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যা ৬টায় পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে এ ফলাফল ঘোষণা করেন জেলার পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি জনাব মোঃ আমিনুল ইসলাম। এ সময় উত্তীর্ণ প্রার্থীদের অনেকে আনন্দে আপ্লুত হয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান।
পুলিশ সুপার বলেন, “এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো প্রকার আর্থিক লেনদেন বা অনিয়ম ছাড়াই সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখা হয়েছে। উত্তীর্ণরা প্রশিক্ষণ শেষে সততা, নিষ্ঠা ও দেশসেবার মানসিকতা নিয়ে দায়িত্ব পালন করবে।”
টিআরসি নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ময়মনসিংহ সদর) মোঃ সোহরোয়ার্দী হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (নেত্রকোণা সদর) স্বজল কুমার সরকারসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এ বছর শেরপুর জেলার ১৯টি শূন্য পদের বিপরীতে প্রাথমিক স্ক্রিনিংয়ে ১৭৭১ জন প্রার্থী অংশ নেন। শারীরিক যাচাই শেষে ২৮৯ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন, যার মধ্যে ৩৫ জন উত্তীর্ণ হন। চূড়ান্তভাবে ভাইভা শেষে ১৯ জন নিয়োগ ও ৪ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়।
এটি জেলার তরুণদের জন্য গর্বের একটি অধ্যায় এবং পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ও স্বচ্ছতার প্রতীক হিসেবে প্রশংসিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত