স্টাফ রিপোর্টারঃ
গাজীপুরের শ্রীপুরে তাল গাছে ওঠার সময় বিদ্যুতের তারে জড়িয়ে আকরাম হোসেন (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ মে) দুপুরে তেলিহাটি ইউনিয়নের ডোমবাড়ী চালা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকরাম হোসেন উদয়খালী গ্রামের আ. রাজ্জাক ওরফে রেজু মিয়ার ছেলে। তিনি স্থানীয় বিএসএস গ্রুপের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে সহকারী অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। ছুটির দিনে তিনি তাল পাড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন।
স্থানীয়দের বরাতে জানা যায়, ডোমবাড়ী চালা গ্রামের বাসিন্দা জাকারিয়ার তিনটি তালগাছ কিনেছিলেন আকরাম। গাছে ওঠার সময় একটি ডাল বিদ্যুতের হাইভোল্টেজ লাইনের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সঙ্গে সঙ্গে তিনি নিচে পড়ে যান এবং একটি সীমানা প্রাচীরে আঘাত পান।
আকরামকে প্রথমে জৈনা বাজারের আল-বারাকা হাসপাতালে নেওয়া হয়। তবে জরুরি চিকিৎসা সুবিধা না থাকায় দ্রুত তাকে ময়মনসিংহের চুরখাই কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আকরামের বাবা আ. রাজ্জাক জানান, “সকালেই ধান সিদ্ধের কাজে তাকে ডেকে তুলি। কিছুক্ষণ পরই খবর পাই—তাল পাড়তে গিয়ে সে মারা গেছে।”
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক বলেন, “ঘটনার বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ঝুঁকিপূর্ণভাবে গাছে ওঠা ও বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে আসা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত