নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাদকাসক্ত ছেলের অত্যাচার থেকে বাঁচতে তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছে মা-বাবা। এছাড়াও ছেলের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানায় লিখিত অভিযোগও দিয়েছে ওই ছেলের বাবা। বৃহস্পতিবার উপজেলার ভলাকুট ইউনিয়নের ভলাকুট গ্রামে এমন ঘটনা ঘটেছে।
মাদকাসক্ত ওই ছেলের নাম মোঃ সুমন মিয়া (৩০)। তার বাবার নাম মোঃ সৈয়দ মিয়া (৬০)। প্রবাস ফেরত সুমন মিয়া কয়েকবছর ঢাকার একটি পোশাক তৈরীর কারখানায় কর্মরত ছিল। পরে সে গ্রামে স্থায়ীভাবে বসবাস শুরু করে। এক পর্যায়ে সে মাদকাসক্ত হয়ে পরে। সুমনের ৬ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
এবিষয়ে সৈয়দ হোসেন বলেন, ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে বেঁধে রাখতে বাধ্য হয়েছি। সে প্রতিনিয়ত বিভিন্ন মাদকদ্রব্য সেবন করে বাড়িঘরে ভাংচুর চালাচ্ছে এবং বিভিন্ন হাঙ্গামা করছে। আমাদের দিকেও আক্রমণ করতে আসে। তার হুমকি-ধামকিতে আমরা আতংকিত হয়ে আছি। নিরুপায় হয়ে প্রসাশন ও থানা-পুলিশের কাছে অভিযোগ দিয়েছি।
ছেলেটির মা ওমেদা খাতুন বলেন, আমার ছেলে দীর্ঘদিন ধরে মাদক নিচ্ছিল। অনেক চেষ্টা করেও তার নেশা ছাড়াতে পারিনি। এখন বাধ্য হয়ে শেকল দিয়ে বেঁধে রেখেছি।
সুমনের স্ত্রী শাবনূর বলেন, আমরা দুজন একসাথে ঢাকায় গার্মেন্টসে চাকরি করতাম, তখন সে ভালই চলত। গ্রামে এসে সে ইয়াবা খেয়ে খেয়ে মাদকাসক্ত হয়েছে।
নাসিরনগর থানার ওসি খাইরুল আলম জানান, সৈয়দ হোসেন নামে এক লোক তার মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে একটি অভিযোগ নিয়ে এসেছিলেন। তদন্ত সাপেক্ষে এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত