স্টাফ রিপোর্টারঃ
খুলনায় ভোক্তা অধিকার বিষয়ক সংগঠন *কনশাস কনজুমার সোসাইটি (সিসিএস)*-এর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২২ মে) সন্ধ্যায় শহীদ হাদিস পার্কে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা সিসিএস-এর কো-অর্ডিনেটর হাসান হিমালয়। সভায় খুলনা মহানগরীসহ বিভিন্ন উপজেলা থেকে আগত সেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন এবং নিজেদের মতামত তুলে ধরেন।
সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা কো-অর্ডিনেটর হাসান হিমালয় বলেন, “সিসিএস ১৮ কোটি ভোক্তার অধিকার রক্ষায় কাজ করছে এবং খুলনায় সংগঠনটিকে আরও শক্তিশালী করে গড়ে তোলা হবে। খাদ্যে ভেজাল রোধ, বাজারে স্বচ্ছতা নিশ্চিত এবং ভোক্তাদের সচেতন করতে সেমিনার, মানববন্ধন, প্রচার-প্রচারণাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।”
সেচ্ছাসেবীরা সভায় মতামত প্রদান করে বলেন, সিসিএস যেন খুলনায় একটি শক্তিশালী ভোক্তা অধিকার আন্দোলনের প্ল্যাটফর্ম হয়ে ওঠে, সে লক্ষ্যে সকলে একযোগে কাজ করবেন।
সভা শেষে ভোক্তা অধিকার আন্দোলনে সকলের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি নিরাপদ ও ন্যায্য বাজার ব্যবস্থার আশাবাদ ব্যক্ত করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত