মনোহরদী (নরসিংদী) প্রতিনিধিঃ
মনরসিংদী জেলার বেলাব উপজেলার পুরাদিয়া হাটে এসএমসি-এর অর্থায়নে এবং PSTC-এর পরিচালনায় সম্প্রতি অনুষ্ঠিত হয় একটি দিনব্যাপী কমিউনিটি স্বাস্থ্যসেবা ও পুষ্টি সচেতনতামূলক মেলা। এতে হাটে আসা জনগণের মাঝে বিনামূল্যে কিংবা নাম মাত্র মূল্যে স্বাস্থ্যসেবা প্রদান ও পুষ্টিবিষয়ক সচেতনতা বাড়ানোর কার্যক্রম পরিচালনা করা হয়।
মেলায় বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ ও ওজন পরিমাপের সুযোগ প্রদান করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের মাঝে এসএমসি-এর পুষ্টিগুণে ভরপুর “মনি বিস্কুট” সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। এই বিস্কুটে রয়েছে পাঁচটি প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ: ভিটামিন এ, ভিটামিন সি, ফলিক অ্যাসিড, আয়রন এবং জিংক।
উল্লেখ্য, ছয মাস থেকে পাঁচ বছরের বয়সের বাচ্চাদের এই পুষ্টিগুণসম্পন্ন মনি বিস্কুট শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি খেলে শিশুরা শক্তি পায়, মেধার উন্নতি ঘটে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, রক্তশূন্যতা দূর হয়, খেলাধুলা ও শেখার আগ্রহ বাড়ে, ক্ষুধা বাড়ায় এবং মস্তিষ্কের বিকাশে সহায়তা করে।
মেলায় উপস্থিত ছিলেন SMC-র POCM খাইরোল বাশার, PSTC-র ডিস্ট্রিক্ট টিম লিডার ইউসুফ আলী, ডিস্ট্রিক্ট একাউন্স এন্ড এ্যাডমিন অফিসার আব্দুল মান্নান, উপজেলা সুপারভাইজার মাসুদ রানা, রেজিস্টারকৃত প্যারামেডিক কুলসুম বেগম, কমিউনিটি মোবিলাইজার শীলা আক্তার ও মানছুরা এবং এসএমসি-এর দুইজন গোল্ড স্টার মেম্বার।
এই উদ্যোগ এলাকার সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্য ও পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত