কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর পৌর শ্রমিক দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে বুধবার বিকেলে পৌরসভার গোয়ালবাথান সুফিয়া মডেল হাইস্কুল মাঠে ৩নং ওয়ার্ড শ্রমিক দলের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আলহাজ্ব উদ্দিন যুবরাজ। পৌর ৩নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মোঃ ইউনুস আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে মোঃ আলহাজ্ব উদ্দিন যুবরাজ বলেন, "শ্রমিক সমাজের অধিকার আদায়ে শ্রমিক দলের ভূমিকা অনস্বীকার্য। বর্তমান প্রেক্ষাপটে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত জরুরি। কালিয়াকৈর পৌর শ্রমিক দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার মাধ্যমে আমরা শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে আরও কার্যকর ভূমিকা রাখতে পারব।"তিনি তৃণমূল পর্যায় থেকে সংগঠনকে শক্তিশালী করার উপর জোর দেন এবং সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।সভাপতির বক্তব্যে মোঃ ইউনুস আলী বলেন, "৩নং ওয়ার্ড শ্রমিক দল সবসময় শ্রমিকদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আজকের এই প্রস্তুতি সভার মাধ্যমে আমরা ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করতে বদ্ধপরিকর। শ্রমিকদের যেকোনো সমস্যা সমাধানে আমরা সর্বদা সচেষ্ট থাকব।সঞ্চালক মোঃ আহসান হাবিব বলেন,শ্রমিক দলের নীতি ও আদর্শকে ধারণ করে আমরা এগিয়ে যেতে চাই। আজকের এই সভা শ্রমিকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে আমি বিশ্বাস করি।সভায় আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ শমসের আলী তালুকদার, সৈয়দ পাভেল রেজভী, আহ্বায়ক সদস্য মোঃ সোহেল রানা, হাবিবুর রহমান টুটুল,পৌর ২ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি আরমান আলী খান,১ নং ওয়ার্ড শ্রমিক দলের যুগ্ম সম্পাদক মোঃ আবুল কাশেম,মোসাঃ শিমা শিকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা সকলেই শ্রমিক দলের কার্যক্রমকে আরও দ্রুত গতিসম্পন্ন করার উপর গুরুত্বারোপ করেন এবং আগামী দিনে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সকলকে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভা শেষে উপস্থিত সকলে শ্রমিক অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ গ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত