ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেইজ) প্রকল্পের অবহিতকরণে এক সেমিনার করা হয়েছে। ২১শে মে বুধবার বেলা ১১ টায় কালীগঞ্জ উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্টিত সেমিনারের উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম। কালীগঞ্জ উপজেলা সমাজসেবা কার্ষালয়ের আয়োজনে দুপুরে ২য় পর্বের অনুষ্ঠানে অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক আব্দুল কাদের। এ অনুষ্ঠানে ১০ টি প্রান্তিক পেশাজীবী জনগোষ্টির ভূক্তভোগীদের নিয়ে জীবনমান উন্নয়নে দিক-নির্দেশনামূলক আলোচনা করা হয়। সেমিনারের টেইনার হিসাবে পরামর্শ প্রদান করেন বাগেরহাট জেলার সহ-সমাজসেবা কর্মকর্তা এস এম নাজমুস সাকিব।
কালীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন, কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ শহিদুল ইসলাম হাওলাদার, ঝিনাইদহ জেলা সমাজসেবা কার্ষালয়ের সহকারী পরিচালক মমিনুর রহমান, কালীগঞ্জ উপজেলার ১নং ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, গনমাধ্যমকর্মী জামির হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হুসাইন আহম্মেদ ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তসলিমা খাতুনসহ অন্যান্যরা। এ সেমিনারে প্রান্তিক পেশাজীবীদের মধ্যে কামার, কুমার, নাপিত, জেলে ও হস্তশিল্প কারিগরসহ ১০ টি জনগোষ্ঠির প্রায় অর্ধশত মানুষ অংশ নেয়।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত