মনোহরদী(নরসিংদী)প্রতিনিধিঃ
১৮ মে রোজ রবিবার প্রতিমাসের ন্যায় নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো জেলার বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের (এনজিও) মাসিক সমন্বয় সভা। সভায় সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রাসেদ হোসেন চৌধুরী।
সভায় জেলার সক্রিয় সকল এনজিও প্রতিনিধি অংশগ্রহণ করেন এবং চলমান কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জেলা প্রশাসক মহোদয় এনজিওদের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং কোনো এনজিও গ্রাহকদের সঙ্গে প্রতারণার আশ্রয় নিচ্ছে কিনা, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন।
সভায় দুটি এনজিও তাদের কার্যক্রম তুলে ধরে প্রেজেন্টেশন উপস্থাপন করে। এই প্রেক্ষিতে জেলা প্রশাসক সকল এনজিওকে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে ঋণ প্রদানের ক্ষেত্রে সুদের হার যেন সহনীয় পর্যায়ে রাখা হয়, সে বিষয়ে সচেতন থাকতে বলেন।
জেলা প্রশাসক বলেন, “সামনের বর্ষা মৌসুমকে কেন্দ্র করে বৃক্ষরোপণ কার্যক্রমে আরও বেশি গুরুত্ব দিতে হবে। পরিবেশ রক্ষার পাশাপাশি মানুষের উপকারে আসে এমন ফলজ ও ঔষধি গাছ রোপণ করা উচিত।”
তিনি বিশেষভাবে রাস্তার ডিভাইডার এবং রেললাইনের দুই পাশে গাছ লাগানোর পরামর্শ দেন, যাতে নগরায়নের সঙ্গে সঙ্গে সবুজায়নও নিশ্চিত করা যায়।
সভায় অন্যান্যদের মধ্যে পিএসটিসি (PSTC) এনজিও-র প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী এনজিওদের মধ্যে ছিল স্থানীয় ও জাতীয় পর্যায়ের সংস্থাগুলো, যারা জেলার বিভিন্ন স্থানে শিক্ষা, স্বাস্থ্য, ক্ষুদ্রঋণ ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে।
সভা শেষে জেলা প্রশাসক সকল এনজিওর কার্যক্রমের সাফল্য কামনা করেন এবং সমন্বিতভাবে কাজ করার মাধ্যমে জেলার উন্নয়নকে আরও গতিশীল করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত