নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইলে শিশু ধর্ষণের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন সর্বস্তরের জনগণ।
আজ (১৮ মে) রোজ রবিবার সকাল ১০ টায় নান্দাইল উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এই মানববন্ধন ও সংবাদ সম্মেলন করা হয়।
এছাড়াও জানা যায় যে, গত (১৩ মে) নান্দাইল উপজেলা ইউনিয়নের সাভার গ্রামের মৃত আসালাত ব্যাপারীর পুত্র গোলাম হোসেন (৭৫) স্কুল পড়াশোনা শিশুকে পাটখেতে নিয়ে ধর্ষণ করে।
এ ঘটনায় ধর্ষণ শিশুর বাবা সেই দিন রাতে গোলাম হোসেন (৭৫) এর নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন নান্দাইল মডেল থানায়। এই ধর্ষণে শিশুর বাবা, এলাকাবাসী ও স্কুল শিক্ষার্থীরা এ বক্তব্য দেন।
এছাড়াও তারা আরও বলেন, পাঁচ দিন আগে ধর্ষণের ঘটনায় মামলা হলেও অভিযুক্ত গোলাম হোসেন (৭৫) কে গ্রেফতার করা হয়নি এখনো।
এ ছাড়াও নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামী কে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত