মো:নুরুল ইসলাম সুজন,মালয়েশিয়া থেকেঃ
গত কলিং এ যাদের ভিসা হয়েছে এদের মধ্যে ৭ হাজার প্লাস আনবে প্রথম দফায় এটা নিয়ে অচিরেই মালোশিয়া সরকার কাজ শুরু করবে এমন আশ্বাস পাওয়া গেছে!
অবৈধ_প্রবাসীদের বৈধ করন ইস্যূটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল এটার বিষয়েও উপদেষ্টা আসিফ নজরুল কথা বলেছেন-মালোশিয়ার এই বিষয়ে তেমন আগ্রহ
নাই এরপরেও সান্ত্বনা পুরস্কার হিসেবে উপদেষ্টাকে বলেছেন তারা এসব বিষয়ে ভাববেন!
এক থেকে দেড় লাখ বিদেশি শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। সেখানে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল।
আগামী কয়েক মাসে মালোশিয়া বিদেশি শ্রমিক নিবে ১.৫ লাখ!
উপদেষ্টা আসিফ নজরুল অনুরোধ করেছেন বাংলাদেশ থেকে নেওয়ার জন্য। মালোশিয়ান কতৃপক্ষ আশ্বাস দিয়েছেন বিবেচনা করবেন!
ওদের সোর্স কান্ট্রির তালিকায় প্রায় ১২/১৩ টি দেশ রয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান।
মালয়েশিয়া সফররত আসিফ নজরুল বলেন, আগামী কয়েক মাসের মধ্যে ১ থেকে দেড় লাখ বিদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া। সেখানে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি বলেন, মালয়েশিয়ার তিনজন মন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে। সেখানে বাংলাদেশের সবগুলো রিক্রুটিং এজেন্সিগুলো যেন লোক পাঠাতে পারে, সে ব্যবস্থা করতে প্রস্তাব দিয়েছি। তারা বিষয়টি বিবেচনা করবেন বলে জানিয়েছেন।
আইন উপদেষ্টা আরও বলেন, আমাদের আরেকটি বড় অগ্রগতি যেটা হয়েছে, আমাদের শ্রমিকরা মাল্টিপল এন্ট্রি ভিসা পান না। যাতে মাল্টিপল এন্ট্রি ভিসা পান সে ক্ষেত্রে তারা ব্যবস্থা নেবেন। এছাড়া যারা দেশটিতে অবৈধ হয়েছেন তাদের বৈধ করার ব্যাপারে আমি বলেছি।
আসিফ নজরুল বলেন, আমরা আশাবাদী, অনেকটা ফলপ্রসূ আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টার দিক নির্দেশনা এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তার বন্ধুত্ব এবং ব্যক্তিগতভাবে প্রধান উপদেষ্টার নির্দেশনায় আমরা কাজ করছি।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত