মো:নুরুল ইসলাম সুজন, মালয়েশিয়া থেকেঃ
আজ বৃহস্পতিবার ১৫ মে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী, ওয়াইবি স্টিভেন সিম চি কেয়ং-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের পররাষ্ট্র কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা, মাননীয় ড. আসিফ নাজরুল।
এই বৈঠকে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি কর্মীদের কল্যাণ ও ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষই নিরাপদ, ন্যায়সঙ্গত ও কর্মীদের অধিকারকে সম্মান করে – এমন একটি কর্মসংস্থান পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কৌশলগত সহযোগিতা জোরদার করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
ওয়াইবি স্টিভেন সিম পুনরায় নিশ্চিত করেন যে, মালয়েশিয়া একটি নৈতিক কর্মসংস্থান গন্তব্য হিসেবে তার প্রতিশ্রুতি বজায় রাখবে। এর মধ্যে রয়েছে বিদেশি কর্মীদের সামাজিক সুরক্ষা, কল্যাণ ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে প্রবেশাধিকার নিশ্চিত করা — যা মালয়েশিয়া মাদানি কাঠামোর “ইহসান, ন্যায়বিচার ও কল্যাণ” মূলনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ।
এই সৌজন্য সাক্ষাৎ দুই দেশের মধ্যকার খোলামেলা ও সহযোগিতামূলক সম্পর্কের প্রতিফলন, যা বৈশ্বিক শ্রমবাজারের চ্যালেঞ্জ মোকাবিলায় একসাথে কাজ করার অঙ্গীকার এবং টেকসই উন্নয়ন ও সার্বজনীন কল্যাণের লক্ষ্যকে সমর্থন করে।
ইনশাআল্লাহ, দিনশেষে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা বিস্তারিত তুলে ধরা হবে । কারন বর্তমানে আরো একটি মিটিং চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত