আলতাব হোসেন, স্টাফ রিপোর্টার,ঢাকা:
আশুলিয়ায় নিখোঁজের ১২ ঘণ্টা পর একটি মাছের ঘের (পুকুর) থেকে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে আশুলিয়ার বাইপাইল শান্তিনগর এলাকার একটি পুকুর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন– পাবনার আমিনপুর থানার রতন মিয়ার ছেলে লিমন হোসেন (১০) এবং জামালপুরের মাদারগঞ্জ থানার জিয়াউল হোসেনের ছেলে মানিক হোসেন (৮)। তারা উভয়ে পরিবারের সঙ্গে বাইপাইল এলাকায় ভাড়া বাসায় বসবাস করতো এবং স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করত।
নিহতদের স্বজনরা জানান, মঙ্গলবার রাত থেকে দুই শিশু নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি করেও তাদের খোঁজ না পেয়ে উৎকণ্ঠায় ছিলেন পরিবারের সদস্যরা। অবশেষে বুধবার সকালে এলাকার একটি পুকুরে শিশু দুটি ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল্লাহ আকন্দ বলেন, “স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।”
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
পুলিশ বলছে, তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা গুঞ্জনও দেখা দিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত