স্টাফ রিপোর্টারঃ খুলনার বটিয়াঘাটা উপজেলার আমিরপুর ইউনিয়নের বাইনতলা বাজারসংলগ্ন ডা. শাহজাহান আকুঞ্জী তাওহীদি দাখিল মাদ্রাসায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে ২০২৫) সকালে এ বই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ডা. শাহজাহান আকুঞ্জীর অর্থায়নে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে সহায়ক বইগুলো বিতরণ করা হয়। শিক্ষার্থীদের পাঠে আগ্রহ ও মানোন্নয়নের লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ।
বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালক মো. সালমান মোল্ল্যাহ এবং অধ্যক্ষ (সুপার) আল-মাহমুদ কাজী। এছাড়াও, অনুষ্ঠানে সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মাদ্রাসা কর্তৃপক্ষ এই মহতী উদ্যোগের জন্য ডা. শাহজাহান আকুঞ্জী সাহেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এর ফলে শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন ও পাঠদানে আগ্রহ আরও বৃদ্ধি পাবে।
স্থানীয়ভাবে বই বিতরণ অনুষ্ঠানটি প্রশংসিত হয়েছে এবং এলাকাবাসী এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত