আব্দুল্লাহ সরদার স্টাফ রিপোর্টার (বাগেরহাট):
বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে তিন মাদককারবারিকে গ্রেপ্তার এবং তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মোঃ আশিক রেজা ও এসআই মোঃ শিবলী নোমানীসহ পুলিশের একটি দল কাটাখালী মোড়স্থ খুলনা-মোংলা মহাসড়কের পাশে জিয়া হোটেলের সামনে অভিযান পরিচালনা করেন। অভিযানে খুলনা সদর শেরেবাংলা রোডের মৃত আ: মান্নানের ছেলে মাদককারবারি ইব্রাহিম খলিল (৪০), উপজেলার মূলঘর এলাকার সরদার আজিজুর রহমানের ছেলে এসএম শারাফাত হাসান(৩৭) এবং খুলনা সোনাডাঙ্গা শেরেবাংরা রোড এলাকার মৃত আজগর আলীর ছেলে মোঃ সাব্বীর আলী (৩২), কে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তাদের নিকট থেকে মোট ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক মীর বিষয়টি নিশ্চিত করে বলেন, ইয়াবাসহ গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত