পোরশায় জোড়া খুনের মূল আসামি নুরুননবী গ্রেফতার

প্রকাশিত: ১২:৩৪ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৫

পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশা উপজেলায় আলোচিত জোড়া খুনের মূল আসামি নুরুননবী (৩০) গ্রেফতার হয়েছে।

প্রসঙ্গত, গত ৪ এপ্রিল পোরশা উপজেলার পূর্ব বাড়ি গ্রামে নূর মোহাম্মদ (৪০) ও রেজিয়া খাতুন (৩৫) নামের দুইজনকে নির্মমভাবে হত্যা করা হয়। ঘটনার পর থেকেই মূল আসামি পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১১ মে) বিকালে টাঙ্গাইল জেলার সখিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পোরশা থানার তদন্ত কর্মকর্তা শাহ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল। এরপর তাকে ঘটনাস্থলে আনা হয়।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিকের নির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত নুরুননবী হত্যার দায় স্বীকার করেছেন এবং জানান, কয়েক ভরি স্বর্ণালঙ্কার ও কিছু টাকার লোভেই তিনি এই হত্যাকাণ্ড ঘটান।

নিহত নূর মোহাম্মদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন নুরুননবী। ধর্মপুত্র পরিচয়ে তিনি বাড়িতে অবাধে যাতায়াত করতেন। এই সুযোগকে কাজে লাগিয়েই তিনি পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটান।

নুরুননবীর আদি বাড়ি পোরশার ঘাটনগর ইউনিয়নের বানমোহন তিতারপাড়া গ্রামে হলেও, তিনি পোরশা গবিরাকুড়ি গ্রামে বিয়ে করে দীর্ঘ ১০-১২ বছর ধরে বসবাস করে আসছিলেন এবং বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত ছিলেন।

হত্যাকারীকে গ্রামে আনা হলে উৎসুক জনতা ভিড় করে। নিহতের চাচাত ভাই কাউসার কামাল ও তার ভাই ফজল আহমেদ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং খুনির দৃষ্টান্তমূলক ফাঁসির দাবি জানান।

পুলিশ জানিয়েছে, এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।