সজল হাওলাদার, ক্রাইম রিপোর্টারঃ
ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের (খন্ডকালীন) সহকারী শিক্ষক মো. রইজ মাস্টার কে গ্রেফতার করেছে সদরপুর থানা পুলিশ।
ভুক্তভোগী শিক্ষার্থী ও তার পরিবারের অভিযোগ, অভিযুক্ত শিক্ষক দীর্ঘদিন ধরে তাকে নানা সময় মৌখিক ও শারীরিকভাবে যৌন হয়রানি করে আসছিলেন। বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হলেও তারা কোনোরকম কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি।
শেষমেশ নিরুপায় হয়ে শিক্ষার্থীর পরিবার সদরপুর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও বরাবর ও থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে শুক্রবার (০৯ মে) গভীর রাতে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম চরভদ্রাসন থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, “অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হবে।”
এদিকে এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত