উলিপুর(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় উপজেলা যুবলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আমিনুল ইসলাম বিটু (৫২)। তিনি উলিপুর পৌরসভার হায়াৎখাঁন গ্রামের বাসিন্দা এবং আব্দুল হাকিমের ছেলে।
শুক্রবার (৯ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উলিপুর উপজেলা পরিষদ চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান। তিনি জানান, গ্রেপ্তারের পর আমিনুল ইসলাম বিটুকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ ও মসজিদুল হুদা মসজিদের সামনে কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি, রড, হকি স্টিক, রামদা, ছোরা ও দেশীয় অস্ত্র ব্যবহার করে শিক্ষার্থীদের বেধড়ক মারধর করেন।
এ ঘটনায় আহত শিক্ষার্থী মোসাব্বির হোসেন বাদী হয়ে গত বছরের ২১ নভেম্বর উলিপুর থানায় একটি মামলা করেন। মামলায় ৪৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও প্রায় ১৮০ জনকে আসামি করা হয়। ওই মামলারই এক আসামি আমিনুল ইসলাম বিটুকে এবার গ্রেপ্তার করল পুলিশ।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত