ফরিদপুর প্রতিনিধিঃ মধুখালী গড়াই নদীতে অবৈধভাবে প্রভাবশালী একটা চক্র দীর্ঘদিন যাবত বালু অবৈধভাবে ড্রেজার দিয়ে ভাল উত্তোলন করে যাচ্ছিলেন। বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করলেন ফরিদপুর জেলার মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবু রাসেল।
গতকাল (০৩/০৫/২০২৫) কামারখালী ইউনিয়নের গড়াই নদীতে অবৈধভাবে স্থাপিত একটি ড্রেজার মেশিন বন্ধ করে দেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে,আকিদুল, ভিপি সোহাগ,সোনা মোল্লা,আরিফ মোল্লা,এহিয়া মোল্লা,দাউদ মোল্লা,মিল্টন খান,টার্গেট চৌধরী,চঞ্চল মোল্লা,রিপন মোল্লা, শিপন মোল্লা সহ এই চক্র দীর্ঘদিন ধরে নদীর তীরবর্তী নির্মানাধীন রেল সেতু সংলগ্ন এলাকায় কোনো ধরনের বৈধ অনুমোদন ছাড়াই একটি চক্র দীর্ঘদিন ধরে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করে আসছিল। এতে নির্মাণাধীন রেল সেতু ক্ষতিগ্রস্ত ও নদীর তীর সংলগ্ন জমি ক্ষতিগ্রস্ত হচ্ছিল এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছিল।
অভিযান পরিচালনা করে ইউএনও মোঃ আবু রাসেল নিজে উপস্থিত হয়ে ড্রেজার বন্ধ করার নির্দেশ দেন।তিনি বলেন নদী আমাদের পরিবেশ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। অবৈধভাবে বালু উত্তোলন শুধু পরিবেশ নয়, জনগণের জীবন-জীবিকার ওপরও হুমকি তৈরি করে। এ ধরনের কাজ বরদাশত করা হবে না।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা, পুলিশ সদস্য এবং জনসাধারণ। এলাকাবাসী ইউএনও’র এ পদক্ষেপকে স্বাগত জানান এবং অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানের প্রশংসা করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং যারা অবৈধভাবে নদী খনন বা পরিবেশ ধ্বংসে জড়িত তাদের সঠিক তথ্য দিয়ে সার্ভিস সহযোগিতা করতে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত