প্রাথমিকের প্রধান শিক্ষকরা পাচ্ছেন দশম গ্রেড, চরাঞ্চলে থাকবে ভাতা ও বদলির বিশেষ ব্যবস্থা: মহাপরিচালক

প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, মে ৩, ২০২৫

সজল হাওলাদার, ফরিদপুর থেকেঃ

বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান ঘোষণা দিয়েছেন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নীত করা হবে। পাশাপাশি চরাঞ্চলের দুর্গম এলাকায় কর্মরত শিক্ষকদের জন্য থাকবে বিশেষ ভাতা, রাত্রিযাপনের ব্যবস্থা এবং এক বছরের মধ্যে বদলির সুযোগ।

শনিবার (৩ মে) সকাল ১০টায় ফরিদপুর জেলার সদরপুর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা।

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আয়োজিত এই সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান। তিনি সদরপুর ও চরভদ্রাসনের শিক্ষাব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

সভার শুরুতে দুই উপজেলার উপজেলা নির্বাহী অফিসার—জাকিয়া সুলতানা (সদরপুর) ও মনিরা খাতুন (চরভদ্রাসন)—প্রাথমিক বিদ্যালয়গুলোর বাস্তব সমস্যা ও শিক্ষকদের নানা চ্যালেঞ্জ তুলে ধরেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) মো. কামরুল হাসান প্রশ্নোত্তর পর্বে উপস্থিত প্রধান শিক্ষকদের কাছ থেকে বিদ্যালয় সংক্রান্ত সমস্যা জানতে চান। এতে উঠে আসে স্কুল ভবনের ভৌত অবকাঠামো, শিক্ষক সংকট ও শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানোর মতো বিভিন্ন ইস্যু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় উপপরিচালক মো. আলী রেজা, সহকারী পরিচালক (একীভূত শিক্ষা) রোখসানা পারভিনসহ দুই উপজেলার প্রধান শিক্ষকগন এবং সরকারি কর্মকর্তারা।

এই মতবিনিময় সভা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষক কল্যাণে নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা তৈরি করেছে।