সজল হাওলাদার, ফরিদপুর থেকেঃ
ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের সরদার ডাঙ্গী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক নারীসহ তার পরিবারের উপর সন্ত্রাসী হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী বিউটি আক্তার সদরপুর থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেন, তার স্বামী খায়রুজ্জামান (শহিদ) গুরুতর আহত হয়েছেন এবং তাদের বাড়ি থেকে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে অভিযুক্তরা।
এজাহার সূত্রে জানা যায়, বিউটি আক্তার ও তার স্বামী তাদের নিজস্ব জমিতে একটি বিল্ডিং নির্মাণ করছিলেন। এ সময় বিবাদীরা দাবি করেন, জমিটি তাদের এবং সেখানে কোনো নির্মাণ কাজ চলতে দেওয়া হবে না। এই বিরোধের জেরে গত ২ মে দুপুরে বিবাদীরা দেশীয় অস্ত্রসহ নির্মাণস্থলে এসে হামলা চালায়। হামলায় খায়রুজ্জামান গুরুতর আহত হন এবং বিউটি আক্তারকেও মারধর করা হয়। এছাড়া, তাদের বাড়িতে ঢুকে নগদ ৪ লাখ ১০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় অভিযুক্তরা।
বিউটি আক্তার জানান, হামলার সময় তার স্বামীকে বাঁচাতে গেলে তাকেও মারধর করা হয় এবং শ্লীলতাহানির শিকার হতে হয়। এ ঘটনায় তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি এবং তদন্ত শেষে মামলা রেকর্ড করা হয়েছে যার মামলা নং ১/৪৫ তারিখ ০২/০৫/২০২৫ইং।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত