বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলার অন্তর্গত শাখা মতলব দক্ষিণ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । মাওলানা মফিজুল ইসলাম এর কুরআন তেলাওয়াতের মাধ্যমে সম্মেলন শুরু হয়।
বৃহস্পতিবার (১ মে) সকাল ৯ টায় আল-বারাকা মডেল স্কুল মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী চাঁদপুর ৪ (ফরিদগঞ্জ) আসনের মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী বলেন “বৈষম্যহীন ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য।”তিনি আর বলেন, “জামায়াতে ইসলামীর আদর্শিক অবস্থান ও জনসেবামূলক কার্যক্রমের ফলে দলটি আজ গণমানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে। আলেম সমাজকে কুরআন-সুন্নাহর আলোকে সমাজের প্রতিটি স্তরে ইসলামী আদর্শ ছড়িয়ে দিতে হবে।
সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ এবং সঞ্চালনায় ছিলেন পৌর ওলামা বিভাগের সভাপতি মাওলানা খালিদ সাইফুল্লাহ।
প্রধান আলোচক ছিলেন জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলার সাবেক আমীর মাও. অধ্যক্ষ আব্দুর রহিম পাটোয়ারী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা দক্ষিণের সহকারী সেক্রেটারি ডা. আব্দুল মুবিন, তালিমুল কুরআন বিভাগের জেলা সভাপতি হাফেজ মীর হোসাইন, উপজেলা আমীর আব্দুর রশিদ পাটোয়ারী।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাও. ফখরুল ইসলাম, প্রফেসর আব্দুল হক, মাও. হুমায়ুন কবির, মাও. আনাস বিন ইসলাম, মাও. ইয়াসিন আহমেদ ও মাও. এনামুল হক।
সম্মেলনটি মাওলানা আব্দুল মান্নান সাহেব এর দোয়া ও মুনাজাত এর মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত