উপুর্যুপরি আঘাত করে মৃত ভেবে ফেলে যায় দুর্বৃত্তরা,২৪ ঘন্টায় মেলেনি পরিচয়,জ্ঞান ফিরলেও কথা বলেনি,পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটে তৎপর পুলিশ।
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রুপবাটি ইউনিয়নের ভুলবাকুটিয়া গ্রামের ধান খেত থেকে বৃহস্পতিবার ১মে) সকাল ১০টায় গুরুতর আহত অবস্থায় অজ্ঞাত পরিচয় মুমূর্ষু রক্তাক্ত এক কিশোরকে উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ।
গুরুতর আহত মৃত প্রায় রক্তাক্ত এক কিশোর ধান খেতে পরে আছে এমন খবর পাওয়ার সাথে সাথে শাহজাদপুর থানার এস আই আনোয়ার শিকদার, এসআই শাহ আলম তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। কিশোরের অবস্থা আশংকাজনক হওয়ায় জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড চিকিৎসক।
এলাকাবাসীর ধারণা তাকে হত্যার উদ্দেশে আহত করে মৃত ভেবে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। তার মাথা, মুখ এবং কানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত কিশোর পরিচয় মেলেনি। উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ নেওয়ার এম্বুলেন্স ভাড়া দেন এস আনোয়ার শিকদার এছাড়াও চিকিৎসা খরচ বাবদ ২হাজার টাকা দেন শাহজাদপুর থানার ওসি আসলাম আলি ।
শাহজাদপুর থানার ওসি মো:আসলাম আলি বলেন, খবর পাওয়ার সাথে সাথে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। কিশোরের অবস্থা সংকটাপন্ন হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল কর্তৃপক্ষ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন। সেখানে চিকিৎসাধীন আছে অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত