ঢাকা, ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

ফরিদপুরে- মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা


প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, মে ১, ২০২৫

ফরিদপুর প্রতিনিধিঃ মহান মে দিবস উপলক্ষে ফরিদপুর কবি জসিম উদ্দিন হলে, মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫ উপলক্ষে সকল পেশার মানুষের সাথে আলোচনা ও মতবিনিনয় করেন ফরিদপুরের জনবান্ধব জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্লা। মহান মে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ কামরুল হাসান মোল্লা ফরিদপুর জেলা প্রশাসক, বিশেষ অতিথি মোঃ আব্দুল জলিল পুলিশ সুপার ফরিদপুর, এ সময় স্বাগত বক্তব্য রাখেন মাসুদা সুলতানা উপরিচালক আঞ্চলিক শ্রম দপ্তর ফরিদপুর জেলা। মহান মে দিবসের আলোচনা সভার সভাপতি করেন মোহাম্মদ ইয়াসিন কবীর অতিরিক্ত জেলা প্রশাসন (সার্বিক ( ফরিদপুর। মহান মে দিবস উপলক্ষে শহরের বিভিন্ন পেশাজীবীর সংগঠন থেকে র‍্যালী নিয়ে আসেন কবি জসীমউদ্দীন হলে। এ সময় ফরিদপুর জেলা হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের আয়োজনে ফরিদপুর রেফেলস ইন এর মোর হতে, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক শেখ মোঃ বাচ্চুর নেতৃত্বে মহান মে দিবসের রেলিতে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন,সাধারন সম্পাদক মুজিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন, আইন বিষয়ক সম্পাদক মোঃ নুরু হোসেন, সদস্য মোঃ নাজিম উদ্দিন, সদস্য মোঃ আতিকুল সহ অনেক মহিলা শ্রমিক গনেরা মহান মে দিবসের একটি রেলি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রদক্ষিণ করে কবি জসীমউদ্দীন হলে যেয়ে ফরিদপুর জেলা প্রশাসকের আলোচনা সভায় যুক্ত হয়ে শ্রমিকরা তাদের দাবিদাওয়া নিয়ে মত প্রকাশ করেন। এ সময় অনেক শ্রমিকেরা বলেন আওয়ামী লীগের আমলে আমাদের অধিকার হরণ করেছে এখন আমাদের সময় এসেছে আমরা আমাদের শ্রমিকের ন্যায্য অধিকার চাই। আমাদের দাবি সর্বস্তরের শ্রমিকের মাঝে ফিরিয়ে দিয়ে আমাদের শ্রমিকদের সঠিক পারিশ্রমিক এবং শ্রমিকদের সাথে সৌজন্যমূলক আচরণের মাধ্যমে আমাদের কে সুরক্ষিত করুন।