সজল হাওলাদার, ফরিদপুর থেকেঃ
“শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি”—এই প্রতিপাদ্যে ফরিদপুরের সদরপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫।
বৃহস্পতিবার (১ মে) উপজেলা প্রশাসনের উদ্যোগে সদরপুর উপজেলা পরিষদ চত্বরে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সদরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকিয়া সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন।
এসময় আরও উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোফাজ্জল হোসেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
আলোচনায় বক্তারা বলেন, শ্রমিকদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সুরক্ষিত কর্মপরিবেশ গড়ার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত