আজ ১ মে—বিশ্বব্যাপী পালিত হচ্ছে *মহান মে দিবস*, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামী ইতিহাসের দিন। এই দিনে শিকাগোর শ্রমিকদের আত্মত্যাগ ও রক্তে রাঙানো আন্দোলনের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা।
শ্রমিকরা হচ্ছেন আমাদের সমাজ ও অর্থনীতির মূল চালিকাশক্তি। শ্রমিকদের ঘাম ঝরানো শ্রমেই নির্মিত হয় জাতির অবকাঠামো, গড়ে ওঠে উন্নয়ন ও সমৃদ্ধি। অথচ আজও দেশে-বিদেশে বহু শ্রমজীবী মানুষ ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও মানবিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এই বাস্তবতা আমাদের বিবেককে নাড়া দেয়।
আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা বিশ্বাস করে—
"দুর হোক সব বৈষম্য, নিশ্চিত হোক শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা"।
এজন্য আমরা সমাজের সকল স্তরের মানুষ, প্রতিষ্ঠান ও সরকারকে আহ্বান জানাই—
শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ করুন, শ্রমের মর্যাদা প্রতিষ্ঠায় সবাই একসাথে কাজ করি।
মহান মে দিবসে দেশের ও বিশ্বের সকল শ্রমজীবী মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা, শ্রদ্ধা ও সংহতি।
জয় হোক শ্রমের, জয় হোক অধিকার ও ন্যায়ের।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত