পুলিশ সপ্তাহ-২০২৫ উদ্বোধন ও পদক প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি শেরপুর জেলার পুলিশ সদস্যদের অংশগ্রহণ দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৫ মো: কামরুজ্জামান মোল্লা ,বিশেষ প্রতিনিধ ,শেরপুরঃ ‘‘আমার পুলিশ, আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’’এই প্রতিপাদ্য সামনে রেখে পুলিশ সপ্তাহ-২০২৫ উপলক্ষে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সের বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ভাষণ প্রদানের মাধ্যমে পুলিশ সপ্তাহ ২০২৫ উদ্বোধন করেন ও কৃতি পুলিশ সদস্যদের পদক পরিয়ে দেন। উক্ত অনুষ্ঠান ভার্চুয়ালি শেরপুর জেলা পুলিশ লাইন্স কৃষ্ণচূড়া হলরুম থেকে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মিজানুর রহমান ভূঁঞা মহোদয় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের নিয়ে যুক্ত ছিলেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব শাহ শিবলী সাদিক; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ আবদুল করিম; সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জনাব আফসান আল-আলমসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। SHARES সারাদেশ বিষয়: