এক প্রেমিক দুই প্রেমিকা: এক প্রেমিকার অনশন অপর প্রেমিকাকে বিয়ে।

প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৫

জহির আহাম্মেদ, টাঙ্গাইল প্রতিনিধি :
এক প্রেমিক দুই প্রেমিকা। দুজনকে নিয়ে ভালোই কাটছিলো ইমন মিয়া নামের এক তরুণের। এরমধ্যে এক প্রেমিকা যখন ইমনকে বিয়ে করতে বলে তখন ঘটে বিপত্তি। আর সে কারণেই মেয়েটির সাথে সকল যোগাযোগ বন্ধ করে দেয় ইমন। এতে ক্ষিপ্ত হয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসে সেই প্রেমিকা।গত (২৩ এপ্রিল) টাঙ্গাইলের সখীপুর উপজেলায় গজারিয়া গ্রামে এমন ঘটনা ঘটে। তবে প্রেমিকা অনশনে বসবে জানতে পেয়ে আগেই বাড়ি ছাড়ে প্রেমিক ইমন।এ ঘটনার পরের দিন (২৪ এপ্রিল) আরেক প্রেমিকাকে বিয়ে করেন তিনি। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ায় এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়। স্থানীয়রা জানায়, বিয়ের দাবিতে অনশনরত ওই প্রেমিকার সাথে দুই বছর ধরে প্রেম করেন ইমন। পরে সম্প্রতি তাকে বিয়ের কথা বললে ইমন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে প্রেমিকাকে ব্লক করে। পরে বিয়ের দাবিতে ইমনের বাড়িতে অনশনে বসে সেই প্রেমিকা। এ দিকে এক প্রেমিকা অনশনে বসলেও পালিয়ে থাকা ইমন অন্য প্রেমিকাকে বিয়ে করেন। সেই বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। কাজী অফিসের তথ্যমতে, গত বৃহস্পতিবার টাঙ্গাইল নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে আর রেজিস্ট্রি নিবন্ধন করেন ইমন। এ দিকে বিয়ের দাবিতে অনশনরত প্রেমিকা বলেন, ইমন আমার সঙ্গে প্রেম করেছে। সে পাঁচটি বিয়ে করলেও আমি তাকেই বিয়ে করব। অন্যথায় এই অনশন থেকেই বিকল্প পথ বেছে নেব। ইমনের বড় বোন জানান, ইমনের সঙ্গে সম্পর্ক ছিল বলেই মেয়েটি আমাদের বাড়িতে এসে উঠেছে। কিন্তু এরই মধ্যে ইমন অন্য মেয়েকে বিয়ে করেছেন। এখন আমাদের করার কি আর আছে।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মিজানুর রহমান বলেন, এই বিষয়টি নিয়ে ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়েছে। মেয়েটিকে ছেলের মায়ের হেফাজতে রাখা হয়েছে। কিন্তু ইমনের কোন ভাবেই খোঁজ পাওয়া যাচ্ছে না। তার সন্ধান পেলে এলাকায় ফিরিয়ে এনে মেয়েটির সঙ্গে বিয়ে দিতে গ্রামবাসী একমত হয়েছে।

এ ঘটনার পর ইমনের মোবাইলে একাধীকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।