আশুলিয়ায় ৮ মাসে ৭১টি রাজনৈতিক, ৪১টি হত্যা ও ৮টি ডাকাতি মামলা, আবারও লাশ উদ্ধার! দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৫ হেলাল শেখঃ ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় একের পর এক হত্যা, ডাকাতি, চুরি ও রাজনৈতিক সহিংসতার ঘটনায় এলাকাটি ক্রমশ ‘ক্রাইম জোন’ হিসেবে পরিচিত হয়ে উঠছে। সর্বশেষ, মঙ্গলবার (২৯ এপ্রিল ২০২৫ইং) সকালে আশুলিয়ার বাইপাইল ব্রিজের নিচে পানির উপর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাব আল হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, “উদ্ধারকৃত লাশটি সম্ভবত একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি (পাগল)। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।” জানা গেছে, গত বছরের ৫ আগস্ট থেকে চলতি এপ্রিল পর্যন্ত মাত্র ৮ মাসে আশুলিয়া থানায় মোট ৭১টি রাজনৈতিক মামলা, ৪১টি হত্যা মামলা এবং ৮টি ডাকাতির মামলা রেকর্ড হয়েছে। বিশেষজ্ঞ ও স্থানীয়দের মতে, এসব অপরাধের পেছনে রয়েছে মাদক, জুয়া ও অবৈধ অর্থ উপার্জনের প্রবণতা। অপরাধীরা পুলিশ ও র্যাবের হাতে গ্রেফতার হলেও অল্প সময়ের মধ্যেই জামিনে মুক্ত হয়ে পুনরায় অপরাধে জড়াচ্ছে। স্থানীয় একাধিক বাসিন্দা জানান, ভুয়া বাদী সায়েব আলী জলিলসহ একটি মহল “এখানে গায়েবি মামলা থেকে শুরু করে হত্যাকাণ্ড পর্যন্ত সবই ঘটে থাকে। আমাদের জীবনের নিরাপত্তা বলতে কিছুই নেই। আইনশৃঙ্খলা বাহিনী মাঝে মাঝে অভিযান চালালেও তা স্থায়ী কোনো সমাধান আনছে না।” উক্ত মামলাসহ সার্বিক বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার জন্য আশুলিয়া থানা পুলিশ, গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল। SHARES অপরাধ বিষয়: