নরসিংদীতে হতদরিদ্রদের জন্য স্বল্পমূল্যে খাদ্যশস্য বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৫ তালাত মাহমুদ, নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদী জেলা সদরের চিনিশপুর ইউনিয়নে খাদ্য অধিদপ্তরের উদ্যোগে হতদরিদ্রদের জন্য স্বল্পমূল্যে খাদ্যশস্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে উপকারভোগীরা সরকারের খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় ন্যায্যমূল্যে খাদ্যসামগ্রী গ্রহণের সুযোগ পাচ্ছেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন মোঃ আওলাদ হোসেন মোল্লা, আহ্বায়ক সদস্য নরসিংদী জেলা বিএনপি, আহ্বায়ক চিনিশপুর ইউনিয়ন বিএনপি ও পরিচালক, চেম্বার অফ কমার্স, নরসিংদী। এ সময় উপস্থিত ছিলেন— – মোহাম্মদ কলিম উদ্দিন, টেক অফিসার ও উপ-সহকারী কৃষি অফিসার, ব্লক-পূরানপাড়া, টাওয়াদী, চিনিশপুর – জান্নাতি ময়না, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক – মোঃ গালিব হাসান, খাদ্য পরিদর্শক – মোঃ রফিকুল ইসলাম সরকার, সদস্য সচিব, চিনিশপুর ইউনিয়ন বিএনপি – মোঃ আঃ লতিফ মোল্লা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, চিনিশপুর ইউনিয়ন বিএনপি – মোঃ তাইফুল ইসলাম রাহাত, জেলা যুবদল নেতা – মোঃ সাইফুল ইসলাম, সভাপতি, ৫নং ওয়ার্ড বিএনপি – ডিলার মোঃ খলিল ভুঁইয়া, সাধারণ সম্পাদক, ৫নং ওয়ার্ড বিএনপি – স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও গণমাধ্যম প্রতিনিধি মোঃ তালাত মাহমুদ ও মোঃ আলতাফ হোসেন ভূঁইয়া, এমরান ভূঁইয়া প্রমুখ। উল্লেখ্য, সরকারের এ ধরনের সামাজিক সুরক্ষা কার্যক্রমে জনগণের সরাসরি অংশগ্রহণ বৃদ্ধি পাচ্ছে এবং হতদরিদ্র মানুষ উপকৃত হচ্ছেন। SHARES সারাদেশ বিষয়: