সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুরে একটি হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক দুই আসামি, আপন ভাই সম্রাট (২৫) ও সাজিত (২৩)-কে রাজধানী ঢাকার খিলক্ষেত এলাকা থেকে গ্রেফতার করেছে সদরপুর থানা পুলিশ।
সোমবার (২১ এপ্রিল) রাত ১০টার দিকে সদরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হাসিবুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা ভাষানচর ইউনিয়নের গফুর মাতুব্বর ডাঙ্গি গ্রামের মৃত মফিজ ওরফে শুক্কুর মিয়ার পুত্র।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর ২০২৪ ইং তারিখে সদরপুর উপজেলার সাড়ে সাতরশি বাজারে পূর্ব বিরোধের জেরে মারামারির এক পর্যায়ে খুন হন চরবিষ্ণুপুর ইউনিয়নের আকনডাঙ্গী গ্রামের অটোরিকশা চালক কবির উদ্দিন আকন (৫০)। নিহতের ভাই নুরুল ইসলাম বাদী হয়ে তিনজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-২, ধারা ৩০২/৩৪)।
সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান বলেন, দীর্ঘ পাঁচ মাস পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে খিলক্ষেত এলাকা থেকে অভিযুক্ত দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে। মামলার বাকি আসামিকেও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয়রা পুলিশ প্রশাসনের এই সফল অভিযানের প্রশংসা করেন এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত