ডেভিলহান্ট অভিযানে বরগুনায় শ্রমিক লীগের আহ্বায়ক হালিম মোল্লা গ্রেফতার। দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২৫ বরগুনা প্রতিনিধি: বরগুনা জেলা শ্রমিক লীগের আহ্বায়ক হালিম মোল্লা (৫২) কে ডেভিলহান্ট অভিযানের মাধ্যমে গ্রেফতার করেছে পুলিশ। ২০ এপ্রিল রাত ১২:০৫ মিনিটে বরগুনা শহরের লাকুরতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। বরগুনা থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান জানান, হালিম মোল্লার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনসহ মোট ৯টি মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে – বিশেষ ক্ষমতা আইন ১টি, চাঁদাবাজি ২টি, বিস্ফোরক আইন ১টি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১টি এবং অন্যান্য ধারায় ৪টি মামলা। পুলিশ জানায়, তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির সঙ্গে জড়িত ছিলেন। তাকে ২০ এপ্রিল সকালে আদালতে পাঠানো হবে। SHARES অপরাধ বিষয়: