হেলাল শেখ, বিশেষ প্রতিনিধিঃ ঢাকার আশুলিয়ার জিরাবো এলাকার শীর্ষ সন্ত্রাসী মো. জিয়া দেওয়ানকে একটি বিদেশী পিস্তলসহ গ্রেফতার করেছেন ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশ। এ সময় উপস্থিত ছিলেন আশুলিয়া থানার সিনিয়র (এসআই) মাসুদ আল মামুন, পুলিশ জানায়, গাজীপুরে অভিযান চালিয়ে তাকে আটক করার পর তার দেয়া তথ্য অনুযায়ী নিজ বাড়ির পাশের কবরস্থানের কলা গাছের নিচ থেকে পলিথিন মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয় পিস্তলটি।
রবিবার (২০ এপ্রিল২০২৫ইং) সকালে সাভারের ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির। তিনি জানান, জিয়া দেওয়ান একজন চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, যিনি সম্প্রতি কাটুন ফ্যাক্টরির ব্যবসা নিয়ে বিরোধে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে জড়ান এবং প্রকাশ্যে দুই রাউন্ড গুলি ছোঁড়েন।
ঘটনার পরপরই পুলিশ তাকে ধরতে তৎপর হয় এবং গাজীপুর মেট্রোপলিটন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে একটি অস্ত্র মামলা দায়ের করে আদালতে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ডিবি’র অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন। পুলিশ প্রশাসন জানিয়েছে, এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত