সজল হাওলাদার, ফরিদপুর থেকেঃ
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার চান্দা ইউনিয়নের মালিগ্রাম বাজার প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র এক গণসংযোগ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, “বিএনপি ক্ষমতায় এলে ভাঙ্গাকে গড়ে তোলা হবে স্বর্ণময় অঞ্চল হিসেবে”।
অনুষ্ঠানটি চান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাজ্জুক চোকদারের সঞ্চালনায় এবং ভারপ্রাপ্ত সভাপতি মাস্টার হাবিবুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
গণসংযোগ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল। তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি আজ মাঠে নেমেছে। আমাদের লক্ষ্য শুধু ক্ষমতা নয়, জনগণের কল্যাণ।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম। এছাড়া সভায় আরও বক্তব্য রাখেন:
- মাদারীপুর জেলা কৃষক দলের সদস্য সচিব ওয়াহিদুজ্জামান জামান খান
- ভাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি এম.এ. ওয়াদুদ
- ভাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আয়ুব মোল্লা
- চান্দা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক গঠন সম্পাদক বোরহানউদ্দিন মিয়া
- বিএনপি নেতা রবিউল ইসলাম, ফরহাদ হোসেন, শওকত হোসেন
- ইতালি প্রবাসী বিএনপি নেতা তোয়ায়েস চোকদার
- সানরাই ইউনিয়ন বিএনপি নেতা আনোয়ার হোসেন
বক্তারা সরকারের ব্যর্থতা, দুর্নীতি এবং জনগণের ওপর নিপীড়নের নিন্দা জানান এবং বলেন, “এবারের আন্দোলন হবে ফয়সালার আন্দোলন”।
সভায় বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। তারা সবাই দেশের উন্নয়ন, গণতন্ত্র এবং ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত