ভোলায় স্মার্ট ফিসারিজের কর্মকর্তাদের নিয়ে স্টাফ ওরিয়েন্টেশন সম্পন্ন

প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৫

মোছাদ্দেক হোসেন বাহার, ভোলা জেলা প্রতিনিধিঃ

Sustainable Micro Enterprise and Resilient Transformation (SMART) প্রকল্পের ফিসারিজ উপ-প্রকল্পের স্টাফ ওরিয়েন্টেশন এবং রিফ্রেশার্স ট্রেনিং সম্পন্ন হয়েছে। রবিবার সকালে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) স্মার্ট ফিসারিজ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) আয়োজনে সংস্থার হলরুমে এই স্টাফ ওরিয়েন্টেশন ও রিফ্রেশার্স ট্রেনিং অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের উদ্বোধন করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা মৎস্য অধিদপ্তরের খামার ব্যবস্থাপক মোঃ জাকির হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জিজেইউএস-এর পরিচালক (মাইক্রোফিন্যান্স) হুমায়ূন কবীর, পরিচালক (লিগ্যাল, অ্যাডভোকেসি ও প্রোগ্রাম) অ্যাডভোকেট বীথি ইসলাম, পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ মোস্তফা কামাল, অতিরিক্ত পরিচালক (এইচআর অ্যান্ড অ্যাডমিন) মোঃ আজাদ হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপ-পরিচালক ও প্রকল্প সমন্বয়কারী গেপাল চন্দ্র শীল। এই প্রশিক্ষণে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার প্রকল্পভুক্ত এলাকার এরিয়া ও শাখা ইনচার্জ, অগ্রসর অফিসার এবং স্মার্ট প্রকল্পের সকল পর‌্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।