মোঃ আলমগীর মোল্লা, স্টাফ রিপোর্টারঃ
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী জামালপুর কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। জামালপুর কলেজ, কালীগঞ্জ এর আয়োজনে বৃহস্পতিবার (১৭ই এপ্রিল) সকালে কলেজ প্রাঙ্গণ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কলেজের গভর্ণিং বডির সভাপতি হাজী মোঃ জাহাঙ্গীর কবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপি'র আহ্বায়ক, গাজীপুর-০৫ আসনের সাবেক সংসদ সদস্য, এ,কে,এম ফজলুল হক মিলন এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানা বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ খালেকুজ্জামান (বাবলু)। জামালপুর কলেজের ইংরেজী বিভাগের অধ্যাপক মোঃ মোশারফ হোসেন এবং অর্থনীতি বিভাগের অধ্যাপক লীমা খান এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেগম রাবেয়া আহমেদ উচ্চ বিদ্যালয় এর সভাপতি মোঃ সোলায়মান আলম, জামালপুর রাজ মোহন বিদ্যাপীঠ এর সভাপতি মোঃ মনিরুজ্জামান খান লাবলু, জামালপুর ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি'র সভাপতি মোঃ হারুন-অর-রশীদ দেওয়ান, প্রিজম ওয়েষ্ট ম্যানেজমেন্ট লিমিটেড এর চেয়ারম্যান খোন্দকার আনিসুর রহমান, বেস্ট ওয়ান ট্রেড ইন্টারন্যাশনাল এর সিইও মোঃ সাখাওয়াত হোসেন খান, বাহাদুরসাদী ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি'র সভাপতি এস এম জয়নাল আবেদীন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর দলীয় নৃত্য এবং ডিসপ্লে উপভোগ করেন প্রধান অতিথি, উদ্বোধক, বিশেষ অতিথি ও কলেজের শিক্ষকসহ আমন্ত্রিত অভিভাবক এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তি ও দর্শকরা।
এই ক্রীড়া প্রতিযোগিতায় ১৬টিরও বেশি খেলাধুলা ও অনান্য বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ‘যেমন খুশি তেমন সাজো, সাবেক ছাত্র/ছাত্রী এবং আমন্ত্রিত নারীদের জন্য বিশেষ খেলা ছিল উপভোগ্য। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ।
এসময় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। শিক্ষার্থীরা বলেন, অনান্য বছরের চেয়ে এবারের ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদযাপিত হয়েছে। কলেজের গৌরবজনক ইতিহাসে নতুন মাত্রা সংযোজন করতে সক্ষম হয়েছে এ অনুষ্ঠান। কলেজের বিশাল মাঠ সাজানো হয়েছিল সুন্দরভাবে। বিনোদনমূলক অনুষ্ঠান দর্শকদের আনন্দে ভিন্ন মাত্রা যোগ করেছে। আগত সকল অতিথিবৃন্দ দের শুভেচ্ছা জানান জামালপুর কলেজ এর অধ্যক্ষ আনন্দ চন্দ্র দাস।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত