অন্তু দাস (হৃদয়), টাঙ্গাইল ব্যুরো :
ইসরাইলি বাহিনী কর্তৃক ফিলিস্তিনের রাফা ও গাজায় নিরস্ত্র মুসলিমদের উপর নির্বিচারে নারী ও শিশুদের হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
পরে সেখানে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- সংগঠনের উপদেষ্টা আবুল কালাম মোস্তফা লাবু ও শামীমুর রহমান খান শামীম, মহব্বত হোসেন, সভাপতি মাহফুজুর রহমান মামুন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, মনোয়ার হোসেন, জুয়েল, ফুয়াদ হাসান, ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক মুক্তার হাসান, সাংগঠনিক সম্পাদক মো. সজিব মিয়া প্রমুখ।
এ ছাড়াও জেলা, থানা, ও পৌর ইউনিটের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা অবিলম্বে ফিলিস্তিনির গাঁজা ও রাফায় নিরস্ত্র মানুষের উপর বর্বরতা ও নির্যাতন বন্ধের আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত