কেএমপিতে উন্নতমানের ২০ শয্যা বিশিষ্ট মেহমানখানা উদ্বোধন

প্রকাশিত: ১২:২৮ পূর্বাহ্ণ, এপ্রিল ১৪, ২০২৫

মো:ওয়াসিকুর রহমান,স্টাফ রিপোর্টারঃ

১৩ এপ্রিল ২০২৫ তারিখ বেলা ১২:৩০ ঘটিকায় নগরীর বয়রাস্থ পুলিশ লাইন্সে উন্নতমানের ২০ শয্যা বিশিষ্ট মেহমানখানার উদ্বোধন করা হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার মেহমানখানা উদ্বোধন করেন। দেশের বিভিন্ন জায়গা থেকে বদলী সূত্রে, সাক্ষী, সরকারি কাজে কিংবা অন্যান্য কারণে কনস্টেবল হতে পুলিশ পরিদর্শক পদমর্যাদার পুলিশ সদস্যরা খুলনা শহরে আসেন। মহানগরীতে আগত সেসকল পুলিশ সদস্যদের নিরাপদ স্বাস্থ্যসম্মত থাকা এবং খাওয়ার নিশ্চয়তায় এই মেহমানখানার ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতে প্রয়োজন সাপেক্ষে মেহমানখানার শয্যা সংখা বৃদ্ধি করা হবে।

উদ্বোধনকালে বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।