সালিশের আমানতি সাড়ে ৬ লাখ টাকা আত্মসাৎ উপজেলা আ.লীগ সভাপতির

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৫

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ 

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় গ্রাম্য সালিশে বিবাদী পক্ষের আমানত সাড়ে ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি, শেখ ইছাহাক মাস্টার ও তার সহযোগী শেখ মোসলেম ও শেখ নুরুর বিরুদ্ধে।

জানা যায়, উপজেলার ছোট গাজীরটেক গ্রামের শেখ আলমগীর হোসেনের সৌদী প্রবাসী ছেলে শেখ মিরাজ গত ছয় মাস আগে ছুটিতে বাড়িতে আসে। এসময় আনার আবু সাঈদ নামে মিরাজের এক সৌদি প্রবাসী বন্ধু তার স্বজনদের জন্য কিছু স্বর্ণালংকার দেশে পাঠায়। অপরদিক মিরাজ ওই প্রবাসী বন্ধুর কাছে ভিসা ক্রয় বিক্রয়ের বাবদ পাঁচ লাখ টাকা পাবে বলে তার পাঠানো স্বর্ণালঙ্কার আটকে দেয়।

দুই পক্ষের বিরোধ মীমাংসার জন্য গ্রাম্য সালিশ সাড়ে ১৩ লাখ টাকা ধার্য করে। ধার্যকৃত পুরো টাকা ইচাহাক মিয়া তার নিজের কাছে আমানত রাখে। পরে বিবাদীর অজান্তে বাদী পক্ষকে মাত্র ৭ লাখ টাকা দেয়। ফলে ঘটনার কিছুদিন পরে বাদী পক্ষ বাকী টাকা আদায়ের জন্য বিবাদীর নামে পুনরায় মামলা দায়ের করে বলে জানা যায়।

এতে বিবাদী পক্ষ দ্বিতীয় দফায় অর্থদন্ডির শিকার হয়ে চরভদ্রাসন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সঠিক বিচারের দাবী ভুক্তভোগী পরিবারের।